নবান্নের এই দেশ ছেড়ে
একদিন হারিযে যাবো
ঠিক তোমার মতো
নীরবে সঙ্গোপনে
অচেনা এক দেশে।
যেখানে দুর্নীতির বালাই নেই
ছলনার সুযেগ নেই
সেখানেই খোঁজে নেবো
অতীতের কাঙ্খিত সুখ
বঞ্চিত রবে দুখ।
একদিন সকল মায়া ছেড়ে
হৃদয়হীনা পাষাণের মতো
নতুন ঠিকানায় পাড়ি জমাবো
ছলার হাসি মুখে রেখে
শেষবেলাতে তোমার মতো।
ভেজাচোখের অশ্রুজল যেদিন হবে
নিতান্ত এক মূল্যহীন
সবার মুখের মধুর বুলি যেদিন হবে পাত্তাহীন
তোমার মতো থাকবো আমি
মায়া ভুলে উদাসীন।
অনুরাগ বঞ্চিত হয়েছি যেথায়
বিষাদের জল দেখি সেথায়
ফুলের ঘ্রাণ পাখির ডাক আর মমতার হাসি
ভাল্লাগেনা কুঞ্জবনে একটুখানী বসি
তোমার মতো বিদায় লগ্নে বলবোনা আর আসি---
             (১০/০২/২১ইং)