ও রূপসী দেশে দেশে ঘুরবে কত কাল
লজ্জা ভুলে শোকের গাঙে নিতুই উড়াও পাল?
দয়া মায়া সকল ভুলে নগ্ন দেহ নিয়ে
যাকে খুশি তাকেই তুমি নীরবে যাও নিয়ে।
ছলনাকে বড্ড বেশি তুমি ভালোবেসে
আবাল বৃদ্ধ বনিতাকে কাছে টানো হেসে।
খোদার দোহাই তন্ত্র মন্ত্র ভুলে সকল কিছু
যাকে তোমার ভালো লাগে নাও তার পিছু।
শোকের ছায়া অশ্রুজলে গড়িয়ে হও খুশি
তোমার তরে কতজনা কাঁদে একা বসি।
সর্বনাশী ঘাতক তুমি নিঠুর পাষাণ হিয়া
নির্জনে কত লোকের প্রাণ যাবে নিয়া?
বন্ধ করো এবার ওগো নিষ্ঠুরতার খেলা
তোমার খেলার ঢং দেখে অঙ্গে বাড়ে জ্বালা।
মুখে মধু অন্তরে বিষ এই যদি হয় রূপ
হাতকড়া পরবে যেদিন থাকবো মোরা চুপ।
সময় থাকতে ও 'করোনা'বিদায় যদি নাও
সকল ব্যথা ভুলে দেবো তুমি যাহা চাও।
সৃষ্টির সেরা জাতী মোরা জয়ের নেশায় থাকি
ধৈর্য্য ধরে শান্ত মনে প্রথম সকল দেখি।
যখন দেখি অত্যাচারে মাত্রা যায় বেড়ে
উচিত শিক্ষা দিয়ে তারে ফেলে দেই দূরে।
স্রষ্টা বিনে কারো কাছে হইনা ধরায় নত
কাবু যেদিন হবে তুমি বুঝবে শক্তি কত।
                (২৪/০৬/২১ইং)