স্মৃতির পাতায় রঙ বেরঙ্গে
আঁকি শত ছবি
সকাল বিকাল সন্ধ্যা সাজে
যখন জাগে হবি।
এই সমাজের বাস্তব চিত্র
যা দেখি দুই চোখে
স্মৃতির ফ্রেমে বন্দি করে
আঁকি ছবি সুখে।
ছবির ভাষা সকল প্রাণে
দেয়না কভূ নাড়া
কিছু ছবি বিবেক কেঁপে
বিশ্বে পরে সাড়া।
তিলে তিলে স্মৃতির খামার
হৃদয় কোণে গড়ে
আত্ম তৃপ্তি খোঁজে বেড়াই
অতীত ভুলার তরে।
আমার ছবি বলবে কথা
হয়তো নিশীদিন
হারিয়ে যাওয়া সেই মানুষ
ফিরবে গো যেদিন।
যেই মানুষ হৃদয় জুড়ে
আজো করে খেলা
তার তরে প্রেম দরিয়ায়
ভাসাই সুখের ভেলা।
সুখের দিনে আর কোনদিন
নাই যদি হয় দেখা
আশা করি শেষবেলাতে
সে হবে মোর সখা।