মানবের শতদোষ করিয়া ক্ষমা
প্রকাশ করো প্রভূ তোমার মহিমা।
তোমার কাছে মোরা যতো হই দুষি
মৃত্যুর মিছিল দেখে হইওনা খুশি।
স্মরণে স্মরণ করো বলেছো তুমি
তব প্রেম গুণে সাজিয়েছো ভূমি।
মানব শূন্য যদি হয় এই ধরণী তোমার
কে ডাকিবে অশ্রুজলে আল্লাহ  আবার?
আমরা দুষি-পাপী তবু তো বান্দা তোমার
পাষাণ হয়ে আযাবে গজবে কষ্ট দিওনা আর।
সৃষ্টির শ্রেষ্ঠ বলে যার বাড়িয়েছো মান
দুঃখ ব্যথা আর লাঞ্ছনা দিয়ে করোনা অপমান।
ভুলকে ফুল ভেবে করুণা গুণে করে ক্ষমা
শান্তির আবাস গড়ে জগতে দিও উপমা।
তুমি মহান সৃষ্টির স্রষ্টা জগৎ অধিপতি
তোমার করুণা বিনে বাঁচার নেই কোন গতি।