ভবের মায়ায় এলে যেদিন তুমি কেঁদে কেঁদে
সবার মুখে হাসি ছিলো তোমার মুখ বাদে।
মা জননী ভুলে ছিলো দুঃখ ব্যথার জ্বালা
ছোট্ট কুটির ঘর যখন হলো গো উজালা।
মিষ্টি মুখের মধুর হাসি অভাগী মা দেখে
কাছে টেনে নিয়ে ছিলো চুমে চুমে বুকে।
যার স্নেহের পরশ পেযে বড় হলে ভবে
তাঁর কথা মনে রেখো তুমি একটু তবে।
মা জননীর পদ তলে আছে স্বর্গ সুখ
ভুল করেও তাঁর মনে দিও নাকো দুখ।
মার দোয়া পাও যদি এ জগতে তুমি
দু'জাহানে খুঁজে পাবে শান্তি সুখের ভূমি।
      (১৪/৭/২১ইং)