বাঁশ বাগানে জোনাক জ্বলে রাত্রি নিশী হলে
দু'চোখে ভরে অশ্রু ঝরে একা সেথা গেলে।
শশীর আলোয় পাইনা খুঁজে আগের মতো সুখ
শূন্য সেথা বিরান ভূমি কষ্টে বাড়ে দুখ।
যেথায় বসে গল্প করে কাটতো সুখের বেলা
সেথায় এখন দেও দানবের চলে মজার খেলা।
মাঝে মাঝে সেথায় যখন ভুল করে যাই
তোমার মুখের সেই কথা আজো শুনতে পাই।
আগের মতো কে যেন গো আমায় পিছু ডাকে
তাকিয়ে যখন পাইনা কিছু ব্যথা বাড়ে বুকে।
চোখের তারায় সেথায় যখন ঐ ছবি ভাসে
কষ্ট ব্যথা ছুটে এসে জড়িয়ে ধরে হাসে।
আজো আমি পারি নাকো ভুলতে মধুর স্মৃতি
মন বিরহে মাঝে মাঝে তাইতো গাহি গীতি।
তোমার কথা আমার যেমন সদাই মনে পড়ে
আগের মতো মোর বিরহে মন কি তোমার পুড়ে?
জানি তোমার পাষাণ মনে জ্বলে নাকো আগুন
অন্ধ মোহে ছলনাকে ভালোবাস দ্বিগুণ।
                    (২২/০৬/২১ইং)