এখন বৃষ্টি হলেই আকাশ জুড়ে,
রং তুলি ক্যানভাসে,
রৌদ্রচ্ছটায় জলকনা তাই,
রংধনু হয়ে হাসে।
একদা মিটিমিটি রাতের তারা,
ঝিকিমিকি প্রভায়,
চাদের আলো মনহারা রুপে,
পেলব নিকষতায়।
ঝিরিঝিরি হাওয়া এখন বিজনে,
সুগন্ধি ছড়ায়ে বয়,
স্নিগ্ধ আবেশে তন্দ্রালু ঘোর,
কেবলই স্বপ্নিল হয়।
নিঃশব্দ মন্থনে পুলকিত মন,
অতীন্দ্রিয় আভরণ,
প্রকৃতি জেগেছে শ্যামল সুন্দরে,
ইন্দ্রয়ে তাই শিহরণ।
সুন্দরতমা রুপে এই প্রকৃতি,
নিভৃত অভিমানে,
ডাক দিয়ে যায়, সচেতনতায়,
বদলের আহ্বানে।