অঝোর বৃষ্টিতে,কারো ক্ষন কাটে,
কাথা মুড়ে সুখ নিদ্রায়-
ভিজে জবুথুবু,রুজির খোজে,
কারো দৃষ্টি বড় অসহায়।
ফোটায় ফোটায়,সিক্ত সবুজ,
মনোহরা হয় নিপবন-
মাথাগুজে ঠাই,ভেজা বস্তিতে,
ফুটো ছাদে ভীরুমন।
ঝাপটা হাওয়ায়,জলের ছোয়ায়,
আবেগি মন চোখ বোজে-
কিছু পথশিশু,অনাবৃত দেহে,
জড়সড় তাপ খোজে।
একই আকাশের নীচে,একই বাতাসের দোলে,
কিছু ফুল পাপড়ি ছড়ায়-
একই আলো মেখে,একই মেঘে ধুয়ে,
কিছু তার পরাগ হারায়।
প্রকৃতি বোঝেনা,কারো লাভ ক্ষতি,
ভালো মন্দ অনুভুতি-
অমোঘ নিয়মের,সুচারু অংক কষে,
ধেয়ে চলে নিয়তি।