ঝিনুক যেমন কঠিন খোলে,
নরম শরীর বয়,
আলো দিয়ে মোম সলতে,
ধীরে ধীরে ক্ষয়।
আকাশ সম ভালোবাসায়,
স্নেহ আদর স্বপ্ন আশায়,
বুকের ভেতর গোপন কুটির,
আড়াল হয়ে রয়।
"জেনে রেখো বাবা হলে,
এমন হতে হয়"।
এক সমুদ্র নীরব মায়া,
একটু মাথায় হাতের ছোঁয়া,
স্মিত হাসি শাসন সোহাগ,
নিভৃত প্রশ্রয়।
জীবনচলার মূল্যবোধের,
কান্না হাসির হিসেব শোধে,
প্রয়োজনের যাদুর কাঠি,
হাতে সবসময়।
"পুরুষ,মানুষ,সব ছাড়িয়ে
বাবাই এমন হয়"।