তুমি ভালোবাসো সমুদ্র অসীম,
বিস্তৃত নীল আকাশ,
আমার ভালোলাগা ঝরনা পাহাড়,  
সিক্ত সবুজ চারিপাশ।
দু চোখে তোমার আনন্দ করে খেলা,  
ফেনীল ঢেউ ছুলে পা,
আমি শিহরিত হই ঝিরি প্রপাতে,  
মেঘেরা ছুয়ে দিলে গা।  
সূর্যোদয়ে বিমোহিত হয়ে তুমি,
সুর তোলো ঐকতানে,
সূর্যাস্তের রংয়ে লুকোচুরি খেলায়,
মুগ্ধতা মোর প্রানে।
উচ্ছল তুমি রৌদ্রজ্জ্বল দিনে,
আমি তৃষিত হৃদয়ে বর্ষা আকি,
তুমি আমবস্যায় গুনে যাও তারা,
আমি পূর্ণিমার অপেক্ষায় থাকি।
এতো যে ব্যাবধান দুজনার মাঝে,
প্রিয় অপ্রিয়তে অমিল,
তবু শিরনামহীন কঠিন মলাটে,  
বুনে যাই গল্প বর্ণীল।