আমিতো ওদের মতো নই।
আমি ভিতুু,পশ্চাৎপদ,
দেখেশুনে সব,হতবিহ্বলিত,
স্বেচ্ছাচারের মহোৎসবে,
অপসৃয়মান হই,
আমিতো ওদের মতো নই।
আমারতো নেই অর্থ-বিত্ত,
আধুনিকতায় ম-ম চিত্ত,
তথাকথিত সুসভ্যতায়,
বেমানান নিশ্চয়ই,
আমিতো ওদের মতো নই।
আমি ধারন করিনা পদ মর্যাদা,
না উত্তরাধিকারী উদ্ধত শাহজাদা,
আমি তুচ্ছ,আমি সাধারণ,
নেই কোনো হইচই,
আমিতো ওদের মতো নই।
আমি বিশ্বাসী অদৃষ্ট অদৃশ্যে,
পবিত্রতার অক্ষর স্পর্শে,
শিক্ষা সনদের দাম্ভিকতায়,
বেমানান অবশ্যই,
আমি তাই নিজের মতো রই।