সেদিন জেগেছিলো বাঙ্গালীর প্রান,
তুচ্ছ শোষকের হুংকার,  
পাড়েনি কেড়ে নিতে নিজের ভাষায়,  
কথা বলার অধিকার।
মাতৃভাষার প্রেমে কোন জাতি কবে,  
অকাতরে দিয়েছে প্রান,
প্রতিবাদে ফুসে ছিনিয়ে এনেছে কারা,  
নিজ বর্ণমালার সন্মান।
মিছিলের শহর এই রাজপথ সেদিন,
ভিজেছিলো তাজা প্রাণ লহুতে,  
রচিত হয়েছিলো একটি ইতিহাস,  
বায়ান্নর একুশ ফেব্রুয়ারিতে।  
যে ভাষার ভেতর ছড়িয়ে লুকিয়ে,  
ঝংকার মধু শ্রুতধ্বনি,  
কাব্য কবিতা গল্প গানে সুরে,  
মনিষী মহীয়সীর বাণী।  
এ ভাষায় বলি ভালবাসার কথা,  
দেখি সোনালী দিনের স্বপ্ন,
কল্পনায় ছবি এ ভাষাতেই আঁকি,  
হই প্রকৃতির প্রেমে মগ্ন।
অনেক ত্যাগে পাওয়া এই ভাষা স্বাধীনতা,
রক্তস্নাত এই দেশ,
তবু কেনো যেনো মেলেনা হিসেব,
শুধু রয়ে যায় ভাগশেষ।