হঠাৎ সেদিন,বৃষ্টি ভেজা,
নিদ্রাহীন রাতে-
বারান্দাতে দাড়াই এসে,
আনমনে নিভৃতে।
হাল্কা হাওয়ায়,খুব চেনা এক,
সুবাস এলো ভেসে-
চমকে উঠি! এ ঘ্রান পেতাম,
শুধু তুমি এলে পাশে।
বুঝতে পারি,মনের কোনো,
গোপন গভীর কোনে-
ছায়া হয়ে আছো,আজো তুমি,
স্মৃতিতে অবচেতনে।
চিন চিনে এক,ব্যাথার পরশ,  
হৃদয় ধমনিতে-
ভেবেছিলেম,কেটে গেছে ঘোর,
সময় নদীর স্রোতে।
ব্যাস্ত শহর,ঘুমিয়ে এখন,
ক্লান্তি অবসাদে-
জেগে আছি আমি,কাটবে সময়,
অতীত ব্যাবচ্ছেদে।