অনেক বছর পরে,  
তোমায় আমি দেখেছিলেম
জন অরণ্যের ভিড়ে।
খুব চেনা সেই মায়া ভরা মুখ,
অপলক দৃষ্টি ভরে,  
দেখেছিলেম তোমায় আমি
সকলের অগোচরে।
বদলে গিয়েছো অনেকটাই বুঝি,
ঋজু পরিনত অভিব্যাক্তি,
ব্যাস্ত পদক্ষেপ,চাহুনীতে ছিলো,
স্বচ্ছ,স্পষ্ট বিরক্তি।
স্তব্ধ আমি,থাকি আড়ালে,
নিদারুন জড়তায়,
যদি দেখা পেয়ে প্রশ্ন কর,  
নিরুত্তর রব অপারগতায়।  
জানি আমিই দোষী,স্বার্থপরতায়,
বিশ্বাসভঙ্গে,অবিশ্বস্ততায়,
চিরদিন আমি,তোমার বিচারে রবো,
আসামীর কাঠগড়ায়।
জানবেনা তুমি কভু কোনোদিন,
কতটা ভালবেসে,
নিজেকে ঠকিয়ে করেছি নিঃস্ব,
যন্ত্রনার দীর্ঘশ্বাসে।
নিরুপায় ছিলেম,দানবের জালে,
পাশার দানের ঘুটি,  
পৃথিবীর আলোয় সুখি রবে তুমি,
সেই শর্তে হোলো ছুটি।
কখনো জানবেনা,কে ছিলো দানব?
কারা দিয়েছিলো শর্ত?
তাদেরই পদতলে স্বর্গ নরক,
এতেই বুঝে নিও অর্থ।  
হোলোনা পথচলা একসাথে আর,
এই আছি বেশ,দূরে,
চকিতে তুমি,আবার হারালে,  
লোক অরণ্যের ভীড়ে।