এই শহরে কোথাও এখন,
নিঝুম আধার হয়না,
জোনাক ঝিঝির ঐকতানে,
মৃদুল হাওয়া বয়না।
এই শহরে পূর্ণিমা চাদ,
নিয়ন বাতির প্রভায়,
ঝাপসা আলোর বিচ্ছুরনে,
মেঘের পেছন লুকায়।
বৃষ্টি এখন এই শহরে,
ঘোলাজলের গল্প,
ভেজা হাওয়ায় সিক্ত সুবাস,
মন ভোলানোর কল্প।
ভোরের পাখি এই শহরে,
গায় নাতো গান সুরে,
সবুজ ছায়া খুজে বেড়ায়,
অট্টালিকার ভীড়ে।
এই শহরে এখন কিছু,
মানুষ নামের প্রান,
বেচে থাকার দায় চুকিয়ে,
নিচ্ছে বিষের ঘ্রান।