কেটেছে সময় মান অভিমানে,
গল্পে গল্পে যতকথা,
দেখোনি তুমি,দুচোখে আমার,
অপলক মুগ্ধতা।
হেটেছি পাশাপাশি কত অবসরে,
মেখেছি বৃষ্টির ফোটা,
বোঝোনি কখনো তোমার ছোয়ায়,
আমার শিউরে ওঠা।
খুব প্রিয় ছিলো শিউলি মালা,
বকুলও ছিলো প্রিয়তে,
আমিও কি ছিলাম প্রিয়তে কিছুটা,
তাই কি ভীড়ে খুজে নিতে?
না দেখার ভানে,এড়িয়ে গিয়েছি,
উৎসবে করা সাজ,
অভিমানি হয়ে ভিজেছে দুচোখ,
ভ্রুকুটিতে ছিলো ভাজ।
জানিনা কি ছিলো দুজনার মাঝে,
যদিও ছিলো পশ্রয়,
প্রেয়সী হলে যদি বন্ধু হারাই,
অন্তর জুড়ে সংশয়।
হয়নি বলা আর হৃদয়ের কথা,
নিয়তি দেয়নি সময়,
বিস্ময়ে দেখি নামটি তোমার,
এপিটাফে লেখা রয়।