হাল ছেড়োনা বন্ধু আমার,
চল লড়ি এক সাথে,
পাথর সময় অতিক্রমে,
সবে চলি এক পথে।
আকাশ জুড়ে কালো মেঘে,
ঝড়ের পূর্বাভাস,
অদৃশ্যতায় যুদ্ধ এবার,
সামলে রাখি শ্বাস।
জিততে হলে যুঝতে হবে,
কৌশল হাতিয়ার,
বিচ্ছিন্নতায় বন্ধ করি,
শত্রুর পারাপার।
দুহাত যেনো সামলে রাখি,
নিবিড় পরিচ্ছন্নতায়,
অস্ত্রের মত গড়ে তুলি দেহ,
নিপুন পরিচর্যায়।
বিশ্বাসে থাকি অটল,অটুট,
স্রস্টায় ক্ষমা চাই,
মানবের জয়ে কান্ডারী তিনি,
তারই ছায়ে পাবো ঠাই।