একটু মায়ের কাছে যাবো,
শিয়র জুড়ে ঘাসের চূড়ায়
আলতো ছুঁয়ে দেবো।
ঝাপসা চোখে শূন্যতাকে
আপন করে নেবো
মায়ের কাছে যাবো।
আজ,
একটু মায়ের কাছে যাবো।
এখন যখন ভীষণ জ্বরে,
ছটফটিয়ে তন্দ্রা ঘোরে
কেউ বলেনা ওঠতো সোনা,
কপোল টাতে ছোবো
চাওয়া পাওয়ার হিসেব বিনে,
ভালোবাসায় শর্তহীনে
স্নেহ মাখা এমন পরশ
কোথায় খুজে পাবো।
মায়ের কাছে যাবো,
একটু মায়ের কাছে যাবো।
জানি এখন মা তো আমার
ছায়া হয়ে নেই কাছে আর,
অনেক দূরে,অচিন ভবে
উদাস চেয়ে রবো,
মায়ের কাছে যাবো,
একটু মায়ের কাছে যাবো।