এখোনো কি তুমি প্রতিটি সংকলনে  
খুজে ফিরো আমার কবিতা?  
হাতে নিয়ে গোপনে অপলকে দেখো
ধূসর মলিন সেই ছবিটা?
পূর্ণিমা ধোয়া আলোর প্লাবনে  
আজো কি জোছনা স্নানে ভেজো?
ঝিরিঝিরি হাওয়ায় ঘুমঘুম চোখে  
পরিচিত ঘ্রান খোজো?
কিংবা কোনো রাতের গভীরে  
একলা বারান্দাতে।
নিরব আপন আলাপচারিতা
একটি তারার সাথে।
চারুকলার সেই বাধানো বটমুলে
এখোনো কি অলস দুপুরে?
কারো পথ চেয়ে অভিমানি মন
ঢিল ছুড়ে পদ্ম পুকুরে?
এখোনো কি অন্যায়ে প্রতিবাদী হয়
তেজোদিপ্ত ক্যাম্পাস?
দাবী আদায়ের উল্লাসে মাতে  
তারুন্যের উচ্ছাস?  
এখোনো কি তুমি মনে কর আমায়
দুফোটা অশ্রু জলে?
বুলেটের ক্ষত বুকে পেতে নিতে  
গিয়েছিলেম শেষ মিছিলে।