আমি বিস্ময়ে দেখি,রাতের আকাশে
সপ্তর্ষির আলপনা,
ছুয়ে দিতে চাই,ঘাসের চুড়োয়
শিশিরের মুক্তো কনা।  
আমি ভালোবেসে মাখি,ভোরের কুয়াশা,
সোনা রোদে করি স্নান,  
অরন্যের মাঝে, মৃদু ঝংকার ধ্বনি,
শুনি প্রকৃতির কলতান।  
আমি মুগ্ধ পলাশে,শিমুলের লালে,  
কৃষ্ণচূড়ার আগুনে,  
পত্রপল্লব হাওয়ায়, হুহু করে মন,  
বসন্তের মাতাল ফাগুনে।  
আমি বৈশাখে হই, বিক্ষুব্ধ ঝঞ্ঝায়,
পুড়ি চৈত্রের খরতাপে,
বর্ষায় ভিজি,আষাঢ় শ্রাবনে,  
সবুজ সিক্ত অনুতাপে।
শরতে উদাস, আকাশের নীলে,
সাদা মেঘে ছবি আকি,
দেখি কৃষকের ক্ষেতে, হেমন্ত ফসলে,  
সোনালি শিরিষের উকি।  
আমি ফুলেরো শোভায়, আকুল হয়ে রই,
ব্যাকুল বর্ণ গন্ধে।    
প্রকৃতির মাটি,ধুলো মাখা অনু,
আমার এই শরীরে রন্ধ্রে।