ইচ্ছে কিছু, মনের মাঝে  
আনমনেতে করছে খেলা,
হারিয়ে যেতে নিসর্গতে,
ভাসিয়ে দিতে স্বপ্ন ভেলা।
শহর নগর পিছন ফেলে
অনেক দূরে নিরুদ্দেশে,
পাহাড় জুড়ে সবুজ বনে,
ঝর্ণা পাখি, মেঘের দেশে।
যেথায় নীলকণ্ঠ,বুলবুলি আর
ময়না ডাকে নির্ভাবনায়
শিল্প নিপুন বাসা গড়ে,
বুনো ঝোপে গাছের শাখায়।
ঝর্না ঝিরির স্ফটিক জলে
মেঘে মেঘে গা ভিজিয়ে,
জমে থাকা মনের ধুলো,
ধুয়ে নিতাম সাধ মিটিয়ে।
সেথায় কুয়াশা ধোয়া নরম রোদে,
মিষ্টি হাসে উষা লগন,
বিদায় বেলায় স্নিগ্ধ রুপে,
আকাশ জুড়ে রংয়ের প্লাবন।
এখানে রাতের আকাশ স্তব্ধ নিকষ,
তারার আলো ঝিকিমিকি,
সবুজ ঘাসের বিছানাতে উড়ে বেড়ায়
ঝিঝি জোনাকি।
অবসরের হয়না সময়,
জটিল যত হিসেব নিকেষ,
স্বপ্ন দেখেই ভাবনাগুলো
অধরাতেই হয় যেনো শেষ।