পড়ন্ত বিকেলে রৌদ্র আভায়,
আকাশটা যেন ক্যানভাস-
ধুসরে সাদায় হলুদাভ নীলে,
মেঘ আর রংয়ের উচ্ছাস।
পাখিদের কলতানে নীড়ে ফেরা সুখ,
দিগন্তে লাল গাঢ় হয়-
দূর আকাশে ফোটা সন্ধ্যা তারা,
জ্বলে মিটিমিটি  মোহময়।
ক্রমশ আধারে ছায় চারিপাশ,
জাগে সারিসারি সড়ক বাতি-
অবারিত এক কোলাহলে ভরা,
রাতের নগর প্রকৃতি।
এখানে আকাশ দেখেনা মানুষ,
লোকারন্য পান্থশালা-
মুগ্ধ চোখে খুজে ফেরেনা কেউ,
জোছনা তারার মেলা।
শহুরে বাতাসে যায়না নেয়া,
প্রানভরে তাজা নিশ্বাস-
ইট পাথরের খাচায় খাচায়,
ক্ষোভ, হতাশা, অবিশ্বাস।