নিজেকে হারিয়েছি, বহুদিন হয়,
পাইনিতো আর খুজে।
যত ভালোলাগা, জীবনের চাওয়া,
এড়িয়েছি চোখ বুজে।
পসরা সাজিয়ে, বিকিয়েছি প্রেম,
পরেছি মায়ার হাতকড়া,
কেটেছে সময়, অভিমানি ব্যাবধানে,
হৃদয়ে  সুখ রয় অধরা।
কখনো একাকী, নিঝুম অবসরে,
বাতাসে পেতেছি কান,
মেলাতে চেয়েছি, কেটে যাওয়া সুর,
মুছে যাওয়া কিছু গান।
সিক্ত নয়নে, তন্দ্রা ফুরায়,
অনুযোগ হীন, আয়োজনে,
নিয়তির হাতে, সপেছি নিজেকে,
সচেতনে অবচেতনে।
জীবন এখন,সুতোয় বাধা ছকে,  
নির্লিপ্ততায় পথ চলা,
ভাবনার পাতায়, জমেছে অভিযোগ,
হয়নি কাওকে বলা।