আঙ্গিনা জুড়ে ভোরের শিশির ভেজা ঘাস
অনাবৃত আলতো পায়ে কিছু পদচারনা
পুকুরের ঘাট,শিউলি তলা,আর ঝরা বকুল
ভোরের কুয়াশায় মৃদু মিষ্টি রোদের ছোঁয়া
পাখিদের কলতানে সুরে ছন্দের আকুলতা
এগুলো এখন বড় বেশি স্বাপ্নিক মনে হয়
এখন সকাল গুলো খুব দ্রুত উত্তাপময়
গিজার,বেসিন আর নাস্তার টেবিলে ধোঁয়া উঠা চা
খবরের কাগজগুলো মন খারাপের সেতুবন্ধন
সন্তানের স্কুল, বাজার সদাই ঘড়ির কাটায় উৎকণ্ঠার দৃষ্টি
রুজির তাগিদে ছুটে চলা......বেচে থাকা......আহ্‌ শুধুই বেচে থাকা...।