কেনো এমন হয় ,ইচ্ছে গুলো  
মেঘের মত দিগন্তে হারায়-
শৈশবের সেই দিনগুলোতে,
আবার কেনো ফিরতে যে চায়।
আবার কেনো  ইচ্ছে জাগে ,
মাকে আমার জড়িয়ে ধরে -
তেপান্তরের স্বপ্ন নিয়ে ,
হারিয়ে যেতে সুখ নিদ্রায় ।
বাবার হাতের আঙ্গুল  চেপে
ঘুরতে যাবার বায়না  ধরে -
ইচ্ছেগুলো কেনো আবার  
চোখের পাতা ঝাপসা করে ।
ছোট্টবেলার খেলার সাথি  
সবাইকে আজ হারিয়ে খুঁজি -
কেনো এখন ঘড়ির কাটায়
জীবন যাপন  হচ্ছে পুঁজি ।
যায় কি ফেরা নিজের মতো
মহাকালের অংক যতো -
ইচ্ছেগুলো থেমে থেমে
নিজের মত স্বপ্ন আঁকে-
সময় স্রোতের নিয়ম মুছে
করতে শুরু প্রথম থেকে ।