আমি এখন কেবলই মানুষ খুজে বেড়াই
যে হবে আমার নিত্য ভাবনার সঙ্গি
গল্প করতে যে ভীষণ ভালোবাসে
নিরবতাও যার কাছে সমান প্রিয়
যে আনন্দ খুজবে বইয়ের পাতায়
প্রকৃতি বা বিজ্ঞানের নতুন আবিষ্কারে
মিত্থ্যে যার কাছে অবাক বিস্ময়
চতুরতায় ছলে যার গভীর অনাস্থা
থাকবে সৃষ্টি রহস্যের প্রতি আকর্ষণ
অনাবিল মমতা সৃষ্ট জগতের প্রতি
যে কথার ভাজে কথা লুকোবেনা
ক্রোধের আড়ালে হাসবেনা চোখ
এড়িয়ে যাবেনা কোনো নিশ্চিত সত্যকে
বিত্ত আর ক্ষমতার মানদণ্ড যার কাছে অমুলক
মূল্যহীন জাত গোষ্ঠী সৌকর্যের উপাধি  
এমন কাউকে যাবে কি পাওয়া
যে এখন মানুষ পরেও মানুষ প্রতিক্ষণ মানুষ ।