এখন আমার ইচ্ছে করে ফিরে যেতে সেই সময়ে
খোলা ছাদে উঠোন পাড়ে বর্ষা ধারায় ভিজতে
কিংবা ধরো চিলেকোঠায় ঠায় দাঁড়িয়ে
ভিজে যাবার আঁচ এড়িয়ে, জলের নাচন দেখতে
কখোনো আবার ইচ্ছে করে, গলির মোড়ে চায়ের স্টলে
বন্ধুরা সব দলে দলে, নিকোটিনের ধুম্রজালে
রাজনীতি আর খেলাধুলার তর্ক নিয়ে মাততে
আবার এখন ইচ্ছে করে ফিরে যেতে সেই সময়ে
ক্লাসরুমে আর লাইব্রেরীতে,উচ্চস্বরে হঠাত করে
হেসে উঠে চমকে দিয়ে ,জানালা গলে পালিয়ে যেতে
অথবা পাড়ায় নুতন আসা রূপসী কোনো অষ্টাদশীর
রুপের মোহে জড়সড় মন,কে কার আগে জানবে তাকে
প্রতিযোগী বন্ধু সকল, যে যার মত পরিপাটি বাবু সেজে
ছাদে মাঠে গলির মোড়ে এক নজরে ঠায় দাড়াতে
উচ্ছলতা সরলতায় কাটিয়ে দেয়া সেদিন গুলো
ফিরবেনা আর জানি এখন মন হয় তাই এলোমেলো
ইচ্ছে হলেই হয়না পুরন,জগত এখন যেমন তেমন
মায়া, ক্ষুধা দায়িত্তবোধে,বৈষয়িক এর হিসেব কষে
কাটছে জীবন শৃঙ্খলিত মহামায়ার জালে...।