মাকে নিয়ে যেমন করে
গল্প গাথা হয়,
বাবার কথা কেমন যেনো
আড়াল হয়ে রয়।
বাবা তুমি তপ্ত রোদে
শীতল কোমল ছায়া,
বাবা তুমি কঠিন মনে
স্নেহ আদর মায়া।
বাবা তুমি আঙুল ধরে
প্রথম হাটা শেখা,
বাবা তুমি কাধে চড়ে
প্রথম আকাশ দেখা।
বাবা তুমি মায়ের বকায়
প্রথম প্রতিরোধ,
বাবা তুমি আমার শেখা
নীতি মুল্যবোধ।
বাবা তুমি ছোট্টবেলার
অশ্বারোহী খেলা,
বাবা তুমি হৃদয় জুড়ে
মন পবনের মেলা।