মনের শত ভাবনাগুলো
ক্ষনে ক্ষনে উড়ে বেড়ায়,
যতই ডানা ঝাপ্টে ফেরে,
আটকা পরে মনের খাচায়।
ভাবনা গুলো করুন সুরে
মনকে বলে চলনা উড়ে,
মন যে ভাবে -
তাই কি হবার,
কোথায় যাবো এ নীড়  ছেড়ে?
ভাবনা বলে চল পালিয়ে,
রইবোনা এই আস্তাকুড়ে,
ভালোবাসায় কাটবে সময়,
অন্য কারো হৃদয় জুড়ে।
মন যে হাসে -
জগতের এই নৃত্যশালায়,
যে যার মত চলছে নেচে,
দেয়া নেয়া আর স্বার্থ ছাড়া
কে বা পরে মায়ায় যেচে।
ভাবনা যেনো মুষড়ে পরে,
মেলবে ডানা কেমন করে?
অপেক্ষাতেই থাকে দুজন,
শেষ বাশীটা বাজার তরে।