যদি কোনোদিন শরত দুপুরে
উদাস চোখে আকাশ দেখো-
শাপলা ফোটা দীঘির জলে
নিজের ছায়ায় মগ্ন থাকো-
যদি ফাগুন হাওয়ায়
এলিয়ে খোপা বিষন্নতার পরশ মাখো-
হঠাত কোনো সুরের ছোঁয়ায়
আনমনেতে চমকে ওঠো-
হয়তো সাঝে সদ্য ফোটা
তারার মাঝে কাওকে খোঁজো-
কিংবা কোনো বরষা ভেজা
গভীর রাতে লুকিয়ে কাঁদো-
সেই কবেকার  শেষ চিঠিটা
খুব গোপনে আগলে থাকো-
জানবো আমি_ভুলোনি আমায়,
নিদ্রালুতায় স্বপ্নে আকো-
স্মৃতির পাতাটা আজো তুমি যত্নে রাখো....।