মনকে যখন আকাশ ভাবি,
চিন্তারা হয় মেঘ,
বৃষ্টি যেনো চোখের জলে,
ঝরনা ধারার বেগ।


হৃদয় ক্ষেতে ভাবনারা সব,
স্বপ্ন হয়ে ফলে,
সুখ স্মৃতিরা আনমনেতে,  
হাওয়ায় ভেসে চলে।


হারিয়ে ফেলা সেই চেনামুখ,
আজ কে কোথায়,
হয়না ফেরা, অনুভুতির কষ্টকাটা,
কি যে অসহায়।


কষ্ট ফুলের পাপড়ীরা সব
হাওয়ায় উড়ে ভেসে,
এলিয়ে পরে ঘাসের ডগায়,  
মৃদু ম্লান হেসে।


সময় নদীর স্রোতের ধার্‌
নিজের মত বয়,
ভাবি বসে নির্জনে আজ,
কেনো এমন হয়।