খুব নিষীথে, চন্দ্র তিথিতে,
নিদ্রা হারা এ চোখ-
নিঝুম শহর, জোৎস্না প্রহর,
হেসেছে চন্দ্রলোক।
তারা মিটিমিটি, করে খুনসুটি,
নির্জনতার সাথি-
জোনাকির আলো, উড়ে এলোমেলো,
আজ আমার অতিথি।
আলুথালু হাওয়া, মনে আজ চাওয়া,
নিদারুণ আবেশে-
আনমনা মন, ভাবে ক্ষনেক্ষন,
যদি পাওয়া যেতো পাশে।
প্রকৃতির রুপ, বড় নিশ্চুপ,
থেকে থেকে বলে যায়-
হৃদয় হরন, রক্তক্ষরণ,
ভালোবাসা কেনো হারায়।
বুকের গহীনে, তপ্ত দহনে,
কাটা হয়ে বিধে হুল-
সুখি হতে চেয়ে, ভুল পথে ধেয়ে,
হারিয়েছে সব কুল।