বরাবরই একা ছিলাম-  
একাই রয়ে গেছি,  
মাঝখানেতে একটু হাসি-  
হয়েছে অচিনবাসী।  
জগত জুড়ে কিছু মানুষ-  
একা হয়েই থাকে,
মনের শত ভাবনাগুলো-  
মনেই চেপে রাখে।
চারিপাশে ছড়িয়ে থাকে-  
কত আপনজন,  
যে যার মত আগলে রাখে-  
নিজস্ব ভুবন।
ঘটছে কত গল্পকথা-  
বাধছে কত মায়া,  
নিজ বলয়ে সবাই একা-  
পুত্র কন্যা জায়া।
অসার নিয়ম বেষ্টনীতে-
সমাজ নিয়ে থাকা,  
আসলে সব মানুষ গুলো-  
ভেতরে ভীষণ একা।


স্বত্বঃসংরক্ষিত