তোমাদের অভিধানে হয়তো ছিলাম-    
তুচ্ছ হেয় নিকৃষ্ট,
চেয়েছে যারা জেনেছে তারা-  
কতটা নষ্ট কিংবা পুষ্ট।    
অসহায় হয়ে কাটিয়েছি কত-
দুর্দশায় নিশিদিন,
করুনাময় তিনি আগলে রেখেছেন-  
পেরিয়েছে দুর্দিন।  
দুর্গম পথে একাকী হেটেছি-  
কেউ ছিলোনা সাথে,
একাই লড়েছি সাথে দয়াময়-
ঝঞ্ঝায় এগিয়েছি জিতে।  
সামনে পেয়েছি চলার যে পথ-  
নয় তা মসৃণ মোটে,
শোকর গুজার স্রষ্টার তরে-
যতটুকু ভাগ্যে জোটে।  
ভাবি মনে পিছু ফেলে আসা ক্ষন-  
বুকে নিয়ে দীর্ঘশ্বাস,
সফলতার সংজ্ঞায় করেছি দ্বিমত-
অর্জন শুধু বিশ্বাস।