একপাশে পাহাড় সবুজের বন-
একপাশে সমুদ্দুর,
মাঝে বালুতটে ঝাউবনে খেলে
লুকোচুরি রদ্দুর।
অথৈ জলরাশি গর্জে উচ্ছাসে-
আছড়ে এসে পরে বেলাভুমে,
শিয়রে ঢেউ যেনো সাদা ফুল নিয়ে-
ধরণীর হাত চুমে।
মাতোয়ালী হাওয়া করে নাচানাচি-
ঝংকারে সুর তুলে,
আকাশের ওই ছেড়া মেঘ গুলো-
মিলেছে সবুজ আর নীলে।
বিকেলের রং সোনা লাল হয়ে-
সূর্যটা দেয় ডুব,
সন্ধ্যা ঘনায় রাতের আধারে-
বদলে দিয়ে সব রুপ।
নিকষ কালোয় শুধু হাহাকার-
ভেসে আসে দূর ধনি,
সব নিশ্চুপ কান পেতে রই-
সাগরের কান্না শুনি......।