যত দূর যায় দৃষ্টি সীমা-
শুধু জলরাশি আর নীল,
হুহু করে মন,বিস্ময়ে দেখি-
সমুদ্র আকাশের মিল।
বালুকাবেলায় নির্জনে একা-
শুধু চেয়ে রই অসীমে,
বুকের গহীনে চিনচিনে ব্যাথা-
পরে কি কিছু আনমনে?
কোথা যেনো মেলে সাগরের জল-
আর নয়নের অশ্রুধারা,
ধমনীতে বয় নোনা স্বাদ নিয়ে-
লোহিত কনিকারা।
শুভ্র ফেনীত মৃদু ঢেউ পায়ে-
আলতো আছড়ে পরে,
আমি যেনো তার হারানো সেই সখা-
ফিরেছি আজ নিজ ঘরে।