নিস্তব্ধ রাত অচেনা রুপে-
ঘুমিয়ে ক্লান্ত শহর,
আকাশে আজ আলোর প্লাবন-  
চাঁদ জোছনার প্রহর।  
রাত দুপুরে ফাকা ফুটপাথে-  
একলা পথচারী,
এই নিশীথে দিলাম আমি-  
ঘুমের সাথে আড়ি।
বইছে মৃদু পুবালি বাতাস-
দীর্ঘশ্বাসের সুরে,
নিশ্বাসে পাই ফুলের সুবাস-  
আবেশিত মন জুড়ে।
নেই কোলাহল পাথর নিঝুম-
ঝিঝিরা হয়েছে সাথি,
পথে সারিবাধা বস্তিবাসি-  
চির ভাসমান অতিথি।  
জ্যোৎস্না আলো জাগিয়ে দিয়েছে-
মনের গোপন চাওয়া,
কিছু পিছুটান যায়না এড়ানো-
হয়না হারিয়ে যাওয়া।