স্নিগ্ধ এই ভোরে বাতাসে খুজে পাই,  
মৃদু ভেজা হীম অনুভুতি,
ধোয়াশা শীতল বিভোরতার ছোয়া,
প্রানে জাগে আকুতি।
দৃষ্টিসীমায় কুয়াশা চাদর,
ঢেউ তুলে খেলে যায়,
ঘুম ঘুম চোখ না যায় মেলা,
আলসে আরামে হারায়।  
সূর্যটা জাগে আড়মোড়া ভেঙ্গে,  
নিরুত্তাপ এক প্রতিভাতে,  
শিশিরের কনা টলে হাসিমুখে,  
ঝিকিমিকি নাচে প্রভাতে।
শুষ্ক ঝরা পাতা জানায় বিদায়,  
প্রকৃতির অমোঘ আহ্বানে,
কৃষকের ক্ষেতে চলে আয়োজন,  
নুতনের বপন আর আহরণে।
বাতাসে ভেসে আসে সেই চেনা ঘ্রান,    
বদলের সুর চারিপাশে,
মন তাই বলে সাদা ডানা মেলে,
শীত বুঝি এলো অবশেষে।