অনেক  দুরের, ঐ যে আকাশ
অসীম শুন্যতায়-
কখনো নীল, কখনো ধুসর,
কখনো কালো সাদায়।
কোথা যেনো মিল, আকাশে হৃদয়ে,
পরিচয় কবেকার-
মেঘেদের রঙে, সাজানো পটভুমে,
কিসের যে হাহাকার।


সাগরের বুকে, জলরাশী ঢেউ,
বালুকাবেলায় মিশে-
কোন হতাশায়, আছড়ে পড়ে তটে,
সশব্দে তীক্ষ্ণ শীষে।
নয়নের সাথে, বুঝিবা সাগরের,
আদিকালের সখ্যতা-
বুকেতে তাই, আগলে আছে,
নোনা জলে বিষন্নতা।


অস্থির হাওয়া, বিচিত্র রুপে বয়,
অবারিত পরশে-
কখনো কোমল, কখনো লু,
কখনো শীতল আবেশে।
মন যেনো তাই, হাওয়ায় চরিত,
ক্ষনে ক্ষনে উড়ে চলে-
কখনো সুখী, কখনো দুখী,
নিয়তির অমোঘ করতলে।