অনেক বছর পরে,
তোমার,আমার হলো দেখা,
লোকারন্যের ভিড়ে।
বন্ধ হওয়া স্মৃতির মলাট,
উঠলো কি মৃদু কেপে?
এত কাছাকাছি তবু কত দূরে,
সময়ের দাঁড় মেপে।
একদা উচ্ছল কত প্রতিশ্রুতি,
এখন কেবলই শূন্যতা,
কি যে ছিলো ভুল,কোন অভিমানে,
পায়নি তা পূর্ণতা।
চকিত চাহনি, সজল বিষাদ,
দৃষ্টিতে ছিলো হাহাকার,
সামাজিকতার বেড়া জালে হলো,
অভিনয় অচেনার।
কল্পনাতেই ভালো ছিলে তুমি,
নিয়ে হাসি মুখ খানি,
নিদ্রা লোকে স্বপ্ন জুড়ে ছিলো
মায়াময় হাতছানি।
হলোনা জানা কুশল তোমার,
বলা হলোনা নিজের,
আড়ষ্ঠতায় এড়িয়ে গেলেম,
দ্বিধা ছিলো যে কিসের।
মানস পটে আঁকা হলো এক,
জীর্ণ, মলিন অবয়ব,
নিজের মত ভালো থেকো তুমি,
নিয়ে সুখ,কলরব ৷