অনেক দিন হয়না দেখা,
পাইনিতো খবর,
একলা হঠাৎ তোমায় ভাবি,
অলস অবসর।
সম্পর্কেরা ঠুনকো কেমন,
দেয়ানয়ার সীমায়,
হিসেব কষে গুটিয়ে পরে,
নিলাজ অবহেলায়।
সমাজবিধির সীমারেখা,
দুরত্বেরই মাঝে,
চেনা মানুষ অচেনা হয়,
নুতন নীড়ের খোঁজে।
নয় অভিযোগ,নেই অভিমান,
হাতড়ে ফেরে স্মৃতি,
বাস্তবতার সুক্ষ্ম জালে,
অসাড় অনুভুতি।
নিজের মত বদলে গিয়ে,
ভালোই আছি আমি,
একটু শুধু জানতে চাওয়া,
কেমন আছো তুমি।