তোমাকে হারিয়েছি বহুদিন হলো,
কাটেনি তবু মায়া,
তুমিহীনা এই জীবন এখন-
রংহীন ধুসর ছায়া।
মানসপটে চোখ বুজে দেখি,
তোমারই মুখচ্ছবি,
তুমি নেই শুধু ভুবনে আমার-
আর যে আছে সবই।
অথচ কথা ছিলো কান্না হাসিতে,
পারি দিবো একই পথ,
নিয়তি সেদিন হেসেছিলো বুঝি-
সাজিয়ে উল্টোরথ।
মিষ্টি সকাল উদাসি দুপুর,
মায়াবী বিকেল মধুক্ষন,
কত যে স্বপ্ন বুনেছি দুজন -
কত কাছে ছিলো দুটি মন।
হয়নি পুরন কত চাওয়া পাওয়া,
সব তছনছ সহসা ঝড়ে,
একাকি আমায় অসহায় রেখে-
পাড়ি দিলে পরপারে।
সেই থেকে আজো কাটছে সময়,
স্মৃতির রমন্থনে,
প্রহর গড়ায় অপেক্ষাতে -
কালের সন্ধিক্ষনে ৷