-একুশটি রাত ভোর করে লেখা হলো মাত্র তিনটি লাইন
-প্রিয়তম স্ত্রী "পাগল" অপবাদ দিয়ে ছেড়ে গেল
-আর ফেরেইনি
-একমাত্র বাচ্চার মুখটিও অদেখা রয়ে গেল।


-জঞ্জাল জীবন, কোনমতের বেঁচে থাকা
-বাইরে থেকে তালাবদ্ধ অন্ধকার কামরা
-আধখোলা জানালা আর ধুলোমাখা বইয়ের তাক।


-একটি কবিতা ছাপা হবে বলে
-নিবারণ চক্রবর্তীর এত ত্যাগ?
-একটি কবিতা ছাপা হবে বলে?


-হাঁটুর বয়সী প্রকাশক সেই একটা কবিতাও ছাপায়নি
-যৌনতার অপবাদ দিয়ে ছুড়ে ফেলেছে পান্ডুলিপি
-উঁচু কামরায় বসে ছোকরা কিভাবে জানবে
-রাত ভোর করা, হৃদয় নিংড়ানো দুটো লাইনের মূল্য?


-দীর্ঘ সতের বছর স্ত্রী'র অনুসঙ্গ না পাওয়া নিবারণের কবিতায়
-প্রিয়তমার ওষ্ঠের প্রশংসা থাকা কি অন্যায়?
-সৌন্দর্য্যের প্রকাশ কবে থেকে যৌনতা হলো?


-কেবল একটা ভোট দেয়ার সুযোগ ছাড়া
-আপনার কাস্টম ডেমোক্রেসি আর কি দিয়েছে?


-আগুনের ধোঁয়া হয়ে উড়ে গেছে সবগুলো কবিতা
-পুড়িয়ে ফেলা হয়েছে রাতজাগা ত্যাগ আর শ্রম।
-যা সমাজের কাছে অহেতুক কবিতার ক'টি লাইন
-"নিবারণের" কাছে তা জীবন, তা-ই প্রাণ।


-সেই কবিতা নিজ হাতে পুড়িয়ে ফেলাতেই তার আত্মহত্যা
-বিষপান তো কেবল আনুষ্ঠানিকতা মাত্র।