-বিপ্লবী হতে গিয়ে যাকে ছাড়তে হয়েছে
-প্রেমিকার সদ্যোজাত শিশুর মত কোমল হাত
-সেকি সত্যই বিপ্লবী হয়েছে?


-প্রেমিক হওয়ার বাসনায় যার
- বিপ্লবী হওয়া হয়নি
-সেকি আসলেই প্রেমিক হয়েছে?
-পেয়েছে প্রিয়তমার ওষ্ঠের স্পর্শ?


- বলে কয়ে যেমন বিপ্লবী হওয়া যায়না
-অমন করে চাইলেই প্রেমিক সবে হয়না।
-প্রকৃতির প্রয়োজনে যে প্রাণ বিপ্লবী হয়
-হৃদয়ের দোলাচলে সে-ই প্রেমিক রয়
-বাকিদের কেবলই সস্তা অভিনয়।



➡️ | মৃত্যু অথবা মুক্তি || বিপ্লব কিংবা প্রেম |