মহাকালের নিকষ কঠিন অন্ধকার পথে হেঁটে হেঁটে
আমি যখন ভীষণ সয়ে যাওয়া কেউ
তখন স্বর্গের দ্বার মেলে কার আগমন?
যেন ঘোর আমাবস্যায় একফালি চাঁদ।


পোড়ামাটির বিস্তৃত ব্যবহার আর কামারের হাতুড়ির আঘাতে
বদলে গেছে গোটা নগর-বন্দর-গ্রাম
শহরে শহরে কেবলই পাথরের দেয়াল।


পালটে যাওয়ার এই ধারায় বালিকারা হয়েছে রমণী
মেয়েটি আজ পূর্ণতম এক নারী।
তবু এতটুকু বদলায়নি রক্তজবার রঙ
সৃষ্টির শুরু থেকেই সে টুকটুকে লাল।


উষ্ণচোখে যেদিন আমি রক্তজবা দেখেছি
সেদিন থেকে এটাই আমার প্রিয় ফুল
লাল রক্তজবা আমার ভালো লাগে
এই রঙটুকু নিয়ে সে কতইনা বাহারি?
এরপরেও আমি চাই
রক্তজবার রঙ হোক খয়েরী।


কোনো এক রবিবারের সকালে
রক্তজবার রঙ হোক খয়েরী।