এক বিকেলের শেষে, সূর্য
পৃথিবীকে ছোঁয়
উদিত হওয়ার আগেই
সমুদ্রের দিগন্ত ছোঁয়।


আকাশ একসময় সূর্যকে ছোঁয়
ভরা পূর্ণিমা আকাশকে ছোঁয়
পাহাড়, ভেসে থাকা মেঘ ছোঁয়
মেঘ, ঝড়ার অপেক্ষায় থাকা বৃষ্টি ছোঁয়


বৃষ্টি আলিঙ্গনে সিক্ত করে
মাটিকে ছোঁয়
মাটি আবার নিয়ম করে
পৃথিবীকে ছোঁয়।


চক্রাকার এই পরিক্রমায়
কিছুই বাদ রয়না।
মাঝখান থেকে কেবল
আমারই তোমাকে ছোঁয়া হয়না।।


অনন্ত আক্ষেপ  || তাওসিফ এন আকবর