তোমায় কে ভালোবাসেনি?
তোমার বিছানা,তোমার ব্রাশ,তোমার আয়না
প্রতিদিন খাবার আগে
প্লেটগুলো ধোয়ার সময়ে
তোমার আঙ্গুলের ছোঁয়ায়
ওরাও তোমায় ভালোবেসে ফেলেছে
চামচগুলো ইচ্ছে করেই ময়লা হয়
তুমি ধুইয়ে দিবে বলে।


তোমার প্রেমে কে পড়েনি?
তোমার বাসার জানালা
কপাটের সাথের পর্দা
তোমার বাসের সিট
কিংবা
তোমায় পায়ের নুপুর।
পায়ে থেকেও তারা সুখী।।


তোমার সৌন্দর্যে কে বিমোহিত হয়নি?
তোমার বাড়ির কদম গাছটি
কলপাড়ের জারুল ফুল
উঠোনের নীলরঙা শ্যাওলা
শ্যাওলা বলে ওদের আবার অবজ্ঞা করোনা।


এসবের তালিকায় আমিও এক নাম
তোমায় ভালোবাসি
ওদের সাথে প্রতিযোগিতা করি
তুমি এমনি কেউ একজন
যাকে ভালোবাসতেই হয়
হয়ত ভালো না বাসাটা অন্যায়।


তুমি এমনি কেউ
যাকে ভালো না বাসলে ইতিহাস বিকৃত হবে
মনি-মুক্তোকে করা হবে তুচ্ছজ্ঞান
অবজ্ঞা করা হবে সুগন্ধিতম কোনো ফুলকে
যার শাস্তি কেবলই মৃত্যুদণ্ড।


ভালো না বাসার শাস্তি মৃত্যুদণ্ড  || তাওসিফ এন আকবর