তুমি নেই, তাই আজ
  বকুল  তলাটি  শূন্য  একদম,
কারো পদচিহ্ন নেই
সেখানে হুতুম ঘোরে হরদম।


বকুলের ডালে ডালে
দোয়েল, শ্যামারা প্রভাত বেলায়,
শিমের লতায়, ফুলে
মৌটুসী, ভোমর মাতেনা খেলায়।


গুল বাগিচার ওই
বুলবুলি  উঁচু  মগ  ডালে বসে,
মিষ্টি সুরের গান
করেনা আর আগের মতো হেসে।


তুমি নেই, তাই আজ
ডাহুকেরা ডাকেনা সাঁঝের বেলা।
দেখিনা ঝোপের পাশে
লতায় পাতায় জোনাকির মেলা।


দীঘির জলে শালুক
পাতার ফাঁকে ফাঁকে করেনা খেলা।
আমের ডালে কোকিল
কুহু কুহু ডাকেনা বিকেল বেলা।


তুমি নেই, তাই আজ
রাতের মৃদু বাতাসে ভেসে ভেসে,
হাসনাহেনার সুবাস
হেসে হেসে লাগেনা হৃদয়ে এসে।


কিচিরমিচির সুরে
ভোরের পাখিরা ডাকেনা এখন।
নিশির শিশির ভেজা
ঘাসের বুকে হেঁটে কাঁটেনা ক্ষণ।


কলকল সুরে নদী
নেচে নেচে করেনা সে' কলতান।
গাঙচিল ভেসে ভেসে
মিলেমিশে করেনা সে' গুলতান।


তুমি নেই, তাই আজ
কিছুই নেই সেই আগের মতো।
তুমি আসলে আবার
ত্রিভুবনের সব আমার হতো।