আমার গাঁয়ের রূপমাধুরী মুগ্ধ করে সবজনে,
পবন দোলায় ফুলের সুবাস ছড়ায় সদা
সবখানে।
গুল বাগিচায় হালকা রোদে বইছে বাতাস শনশনে,
মৌমাছিদের আসর সেথায় গান ধরেছে গুনগুনে।
আমি কেবল গুনছি ওদের গাইছে ওরা ক'জনে,
গুনতে গুনতে হারিয়ে গেলাম মন মাতানো গুঞ্জনে।
গানের তালে হেলে-দুলে শ্যামা নাচে মগ ডালে,
তাই না দেখে গান ধরেছে গুল বাগিচার বুলবুলে।
হটাৎ দেখি বিলের মাঝে বকের সারি মাছ ধরে,
আমি কাছে যেতে যেতেই বকেরা গেল সব উড়ে।
মেঘ শিশুরা দলে দলে যাচ্ছে উড়ে কোনখানে,
দেখছি আমি মুগ্ধ হয়ে একলা বিলের মাঝখানে।
পানকৌড়ির দলগুলো সব পাল্লা দিলো তার সাথে,
হাঁক ছুড়েছি অনেক জোরে কেউ দিলনা কান তাতে।