রেখেছ;
নিজের নাম বুদ্ধ,
আসলে নয় শুদ্ধ,
অযথা হ'ও ক্রুদ্ধ।
                 কি আছে এতো গর্বের?
বাঙালি;
বলে এতো কথা,
আছে মোটা মাথা,
সদাই দ্বন্দ্বে গাঁথা।
                কবে বুদ্ধি হবে সর্বের?


করে;
সদাই নিজেরা দ্বন্দ্ব,
নয় কি এসব মন্দ?
তাই সুখের দ্বার বন্ধ।
                  এ কেমন অজ্ঞ, হীন মন?
মানুষ ;
মানুষের তরে ভাই,
এর চেয়ে বড় তাই,
নাই ভূ'তে কিছু নাই।
                  মানুষ কী করে হয় দুশমন?
                                
করনি;
যারে যতনে গ্রহণ,
সেই যে তব আপন,
দেখ খুলে স্বীয় মন।
                  অযথা কেন হও বিদ্বেষী?
ওরে;
বিদ্বেষ ছেড়ে আয়,
হাত বুলিয়ে দে গায়,
আছে যত অসহায়,
                   সদাই রেখ তাদের খুশী।
  


[ রেখেছ বাঙ্গালি করে মানুষ করনি -(বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর) + ওরে]